মিজানুর রহমান
পাবনা আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা তৃণমূল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে একদন্ত ইউনিয়ন পরিষদের সামনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রেজাউল রহিম লাল।
বক্তব্য কালে তিনি বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে না পারলে দেশ আবার সন্ত্রাস ও জঙ্গিবাদ রাষ্ট্রে পরিণত হবে। কারন আওয়ামী লীগ সরকার শান্তির রাজনীতি করে। কিন্তু বিএনপি দেশের উন্নয়ন চায় না। তারা দেশকে একটি সন্ত্রাস ও নৈরাজ্যের রাষ্ট্র বানাতে চায়।
তিনি আরো বলেন,আগামী নির্বাচনে আওয়ামী লীগ সরকার আবার যাতে ক্ষমতায় আসতে পারে। তাই এখন থেকে আওয়ামী লীগ দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশের উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা বিজয়ের বিকল্প নেই।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি দীপক কুমার গুহ এর সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামের পরিচালনায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্রী চন্দন কুমার চক্রবর্তী, সহ-সভাপতি মনির উদ্দিন মান্না,ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এসময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড আওয়ামীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।