চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়ালে গ্যাস ট্যাবলেট (কীটনাশক) খেয়ে আত্মহত্যা করেছে দুই বান্ধবী। ঘটনাটি ঘটেছে শনিবার (২১ মে) সন্ধ্যা ও রাতে। দুই বান্ধবী হলো হান্ডিয়াল ইউনিয়নের জয়ঘর গ্রামের জিল্লুর রহমানের মেয়ে যুথী খাতুন (১৪) ও পাকপাড়া গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে শাবানা খাতুন (১৪)। দু’জনেই হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে,দুই বান্ধবী শনিবার বিকেলে হান্ডিয়াল বাজার থেকে গ্যাস ট্যাবলেট খেয়ে যার যার বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে অসুস্থ হয়ে পড়লে তারা গ্যাস ট্যাবলেট খেয়েছে বলে পরিবারের সদস্যদের জানায়। এসময় উভয়কে হান্ডিয়াল বাজারে স্থানীয় ডাক্তারের কাছে নিয়ে আসা হলে অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে পাবনা পাঠনো হয়। পাবনার যাবার পথে সন্ধ্যার পর আটঘরিয়াতে গিয়ে মারা যায় যুথী। শাবানা রাত সাড়ে ৮টার দিকে পাবনা জেনারেল হাসাপাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। কী কারণে তারা আত্মহত্যা করেছে,তা জানা যায়নি। তবে এলাকাবাসী জানায়,ইতোপূর্বে দু’জনেই টিকটক করতে ঢাকা গিয়েছিল।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আনোয়ার হোসেন রাত সাড়ে ৯টার দিকে দু’জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান,আমরা ঘটনাস্থলে যাচ্ছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
চাটমোহরে পৌরসভার বাজেট ঘোষণা
চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২০২৩ বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন …