মিজানুর রহমান
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে পাবনা জেলা আওয়ামী লীগ।
বুধবার রাতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয় সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়।
আনন্দ মিছিল পরবর্তী পথসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট বেলায়েত আলী বিল্লু,যুগ্ন সাধারণ সম্পাদক কামরুল হাসান মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল আহাদ বাবু, পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট তসলিম হাসান সুমন, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুস সামাদ খান রতন, সদস্য এডভোকেট শাহ আলম, সদস্য ও পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সাবেক প্রচার সম্পাদক কামিল হোসেন, প্রচার সম্পাদক সরদার মিঠু আহমেদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুইট, উপদেষ্টা এনামুল হক টগর, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মুর্তজা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা যুব মহিলা লীগের সভাপতি এডভোকেট আরিফা খানম শেফালী, সাধারণ সম্পাদক কোহিনুর ফেরদৌস কনা, জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজসহ আরো অনেকে।