এম এ আলিম রিপন
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে ঘোষণাকে স্বাগত জানিয়ে ও বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের প্রতিবাদে বৃহস্পতিবার সুজানগরে বিশাল আনন্দ মিছিল ও শান্তি সমাবেশ করেছে উপজেলা আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল ও উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ¦ আব্দুল ওহাবের নেতৃত্বে বের হওয়া বিশাল আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও পাবনা ২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল। প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান উজ্জল বলেন, সারাদেশের মানুষ যখন উন্নয়নের পক্ষে,তখন বিএনপি-জামায়াত জোট হরতাল-অবরোধের নামে দেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। আগামী ৭ জানুয়ারি ভোটে আবারও মানুষ আওয়ামীলীগকে নৌকা প্রতীকে ভোট দিতে প্রস্তুত আছে। এ সময় দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপি-জামায়াতের নৈরাজ্য রুখতে সবসময়ই মাঠে থাকার ঘোষণা দেন তিনি। সমাবেশে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, পাবনা জেলা আ.লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান,সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, ভাঁয়না ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, হাটখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইমদাদুল হক, দুলাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) সরদার তোফায়েল আহমেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ,উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা,আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহ্বায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল, সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার ও ছাত্রলীগ নেতা আমিরুল ইসলামসহ আ.লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।