আটঘরিয়া প্রতিনিধি: পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে অস্ত্রশস্ত্র ও টাক-ট্রলি যোগে প্রায় প্রতিরাতেই গরু চুরির হিরিক পড়েছে। ভীতসন্ত্রস্থ গ্রামবাসী পালা করে রাতে পাহারা দিয়েও ডাকাতবেশীদের এই চুরি রোধ করতে পারছে না। ইতি মধ্যেই গণপিটুনিতে এক গরু চোরের মৃত্যু হয়েছে।
মাজপাড়া ইউনিয়নের পাড়াসিধায় গ্রামের প্রত্যক্ষদর্শী মজনু মিয়া জারায়, চলমান শীত ও কুয়াশার মাপঝে রাত গভীর হলেই ডাতাতবেশী গরুচোরের দল ট্রাক-টলি, মাইক্রো, রামদা ,শাবল নিয়ে একেক রাতে একে গ্রামে হানা দেয়। অস্ত্রশস্ত্রের ভয়ে গ্রামের লোকজন চোরদের কাছে যেতে সাহস পায় না, এ সুযোগে চোর মালিকদের ঘর থেকে এক বা একাধিক গরুট ট্রাক-ট্রলিতে তুলে স্থান ত্যাগ করে।
গ্রামবাসী ভয়ে ও আতঙ্কে এখন পালা করে প্রতি রাতে পাহারা দেওয়া শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের অভিমত, স্থানীয় কারো আশ্রয়-প্রশ্রয়ে এসব গরুচোর যশোর, রাজবাড়ি, শৈলকুপা এলাকা থেকে এসে চুরি করছে। ইতিমধ্যে মাজপাড়া এলাকায় ১ গরু চোর সপ্তাহখানেক আগে গণপিটুনিতে নিহত হয়।
জানা গেছে, চলতি জানুয়ারি মাসের প্রথমার্ধে মাজপাড়া এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রায় ১০ টি গরু চুরি গেছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। ক্ষতিগ্রস্ত এসব গরুর মালিক হলেন পাড়াসিধাই গ্রামের আজহার আল, হারুন, চাঁদ মিয়া, আজাহার মন্ডল, বয়রা গ্রামের আশরাফ আলী, হাতিগাড়া গ্রামের নজরুল ও বিপুল সহ অন্যান্য গ্রামের আরও পাঁচজন।
বিষয়টি স্থানীয় উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিগোচর করার পর আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা জোরদার করা হয়েছে।