সুজানগর প্রতিনিধি
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় ৫৭ শিশু-কিশোরকে পুরস্কার প্রদান করা হয়েছে। শিশু কিশোরদের নামাজে আগ্রহী করতে ও আদর্শ প্রজন্ম গঠনের লক্ষ্যে শহীদ ডাঃ এ.কে মোহাম্মদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের সার্বিক সহযোগিতায় মঙ্গলবার ব্যতিক্রমী এ পুরস্কারের আয়োজন করা হয়। নিয়মিত নামাজ আদায়ের পুরস্কার হিসেবে এসব কিশোরদের প্রত্যেককে একটি করে বাইসাইকেল দিয়েছেন তারা। উপজেলা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে পৌর কাউন্সিলর ও শহীদ ডাঃ এ.কে মোহাম্মদ আলীর পুত্র মো. মোশফিকুর রহমান সাচ্চুর সভাপতিত্বে ও পৌর আ.লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.রওশন আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো.আব্দুল হাননান। অন্যদের মাঝে বক্তব্য রাখেন, চ্যানেল আই ও যুগান্তরের পাবনা প্রতিনিধি আখতারুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ আলী,সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম দায়েন ও উপজেলা আ.লীগের সদস্য মাহমুদ্দুজ্জামান মানিক প্রমুখ। এ সময় উপজেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক রাজা হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস আলী বাদশা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সরদার আব্দুর রউফ,উপ দপ্তর সম্পাদক রেজা মন্ডল, পৌর কাউন্সিলর জাকির হোসেন,মসজিদপাড়া জামে মসজিদের পেশ ইমাম এনামুল হক,সুজানগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আলিম রিপন,পৌর ছাত্রলীগের সভাপতি এস এম সোহাগ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। মাদকমুক্ত সমাজ ও শিশু-কিশোরদের সুন্দর চরিত্র গঠন করতে এ ধরণের গ্রহন করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানোর পাশাপাশি এমন উদ্যোগ যেন দেশের সব মসজিদেই হয় সেই আশা ব্যক্ত করেন। মো. মোশফিকুর রহমান সাচ্চু জানান, সুজানগর থানা আ.লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুজানগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ ডাঃ এ.কে মোহাম্মদ আলীর নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের সভাপতি এবং এম এইচ গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের চেয়ারম্যান ও শহীদ ডাঃ এ.কে মোহাম্মদ আলীর পুত্র মো.মোবারক হোসেন জুয়েলের সার্বিক সহযোগিতায় গত প্রায় দেড় মাস আগে থেকে এই প্রতিযোগিতা শুরু হয় যেখানে সুজানগর পৌরসভার ৬৩ জন শিশু-কিশোর অংশ নেয়। টানা ৪০দিন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে আদায় করতে সক্ষম হন ৫৭ কিশোর। মঙ্গলবার সেই ৫৭ কিশোরকে আনুষ্ঠানিকভাবে বাইসাইকেল দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
Check Also
সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম …