চাটমোহর সংবাদদাতা
৩৭তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে খেলতে গিয়ে চমক দেখালেন পাবনার চাটমোহরের ছেলে খন্দকার আব্দুস সোয়াদ। প্রথমবারের মতো জিতেছেন জাতীয় চ্যাম্পিয়নশিপের এককে শিরোপা।
গত বৃহস্পতিবার (২৮ জুলাই) ছেলেদের এককের ফাইনালে পুলিশ দলের হয়ে খন্দকার আব্দুস সোয়াদ ২১-১৫, ২১-১৩ গেমে সেনাবাহিনীর আল আমিন জুমারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। সোয়াদ এই প্রথম জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলতে নেমেই করলেন বাজিমাত। সে পাবনার চাটমোহর পৌরসভার কাজীপাড়ার বাসিন্দা। তাঁর পিতা আঃ বারী একজন ফুটবলার। রেলওয়ের কর্মরত আঃ বারী এখনো ফুটবল খেলেন। তাঁর সন্তান সোয়াদ ব্যাডমিন্টনে সেরাটা অর্জন করায় চাটমোহরবাসী গর্বিত।
রাজধানীর শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে ফাইনাল জিতে উচ্ছ্বসিত পাবনার চাটমোহরের ছেলে সোয়াত সংবাদ মাধ্যমকে বলেছেন,‘এককে চ্যাম্পিয়ন হয়ে অনেক ভালো লাগছে। এই চ্যাম্পিয়নশিপে ফেভারিট সালমান-গৌরবদের হারিয়ে শিরোপা জিতেছি। এই অনুভূতি অন্যরকম।’
জাতীয় ব্যাডমিন্টনে সোয়াদ এককে চ্যাম্পিয়ন হওয়ায় চাটমোহরের বিভিন্ন ব্যক্তি ও সংগঠণ অভিনন্দন জানিয়েছেন।
Check Also
চাটমোহরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক …