“রক্তদানে হয়না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি” এই স্লোগান নিয়ে ২ নভেম্বর পালিত হলো জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস ২০২৩ পালন। সন্ধানী ডোনার ক্লাব পাবনার আয়োজনে সকালে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে সেন্ট্রাল গার্লস হাই স্কুল মিলনায়তনে স্কুলের প্রধান শিক্ষক মোঃ তালেবুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ। সন্ধানী ডোনার ক্লাব পাবনা’র সাধারন সম্পাদক আবুল হাসেম রোজ, সাবেক সাধারন সম্পাদক আলহাজ্ব খায়রুজ্জামান আহম্মেদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ আসাদুজ্জামান খোকন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষকগণ, অভিভাবক ও শিক্ষার্থীরা। অধ্যাপক ডা. ইফতেখার মাহমুদ বলেন, সন্ধানী-ই প্রথম রক্তদানে যে শরীরের ক্ষতি হয় না তা সাধারন মানুষের মাঝে পৌঁছে দিতে কাজ করেছে। আজ দেশের চাহিদার তুলনায় স্বেচ্ছায় রক্তদাতা অনেক কম। তাই আমাদেরকে স্বেচ্ছায় রক্তদানে আরোও বেশি মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। প্রতিটি মানুষের উচিত প্রিয়জনের প্রয়োজনে রক্তদান করা। আলোচনা সভা উপস্থাপনা করেন স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান বিষয়ক সম্পাদক মোঃ নাছির উদ্দিন।