চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌরসভার আফ্রাতপাড়া মহল্লা থেকে মোঃ মিজানুর রহমান (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। মিজানুর রহমান আফ্রাতপাড়া মহল্লার মোঃ সাইদুর রহমানের ছেলে। এ বিষয়ে চাটমোহর থানায় গত ৮ অক্টোবর একটি জিডি করা হয়েছে। জিডি সূত্রে জানা গেছে গত ৭ অক্টোবর শনিবার বিকেল ৫টার সময় মিজানুর রহমান বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। চাটমোহর পৌর শহরের নতুন বাজার খেয়াঘাট এলাকায় তার সাইকেলটি পাওয়া গেলেও তাকে আর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুজি করার পরও গত এক সপ্তাহেও তার কোন সন্ধান মেলেনি। কোন সহৃদয় ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে তার পিতা মোঃ সাইদুর রহমান,মোবাইল নং ০১৭৫১-০০৯৫৪৭ নম্বরে অথবা চাটমোহর থানায় জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।