চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা ইউনিয়নের এম এ আউয়াল ছাইকোলা টেকনিক্যাল এন্ড বিএমআই’র স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহতকরণ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিষ্ঠান শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় প্রতিষ্ঠানের মাঠে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রতিষ্ঠানের সাবেক সভাপতি আঃ রহিম সরকার,অধ্যক্ষ জিয়াউর রহমান জুয়েলসহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা অঙশগ্রহণ করেন। অধ্যক্ষ জিয়াউর রহমান জুয়েল বলেন,আমরা তিলে তিলে এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছি। অথচ এলাকার একটি সুবিধাাবাদী গোষ্ঠি স্বার্থ চরিতার্থ করতে না পেরে নানা অপপ্রচার ও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। গত বুধবার (১৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের উপস্থিতিতে তারা প্রতিষ্ঠানে ঢুকে হামলা করে মারপিট করেছে। তার আক্রমণে আহত হয়ে একজন হাসপাতালে ভর্তি হয়েছে। অধ্যক্ষ সবাইকে ধৈর্য় ধরে পরিস্থিতি মোকাবেলা ও শিক্ষা কার্যক্রম চালানোর আহবান জানান।