চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে শেষ মূহুর্তে জমে উঠেছে ঈদের বাজার। চলনবিল অধ্যুষিত এই উপজেলার সিংহভাগ মানুষই কৃষিজীবি ও শ্রমজীবি। বিগত কয়েক বছরের তুলনায় এবার ফসলের দাম বেশি পাওয়ায় তারা পশু কোরবানীর দিকে ঝুঁকে পড়েন। ইতোমধ্যে অনেকেই কোরবানীর পশু কেনা শেষ করেছেন। এবার পরিবারের জন্য কিছু ঈদের কেনাকাটার পালা। শুরু হয়েছে ঈদের কেনাকাটা। শেষ মূহুর্তে তাই জমজমাট হয়ে উঠে ঈদের বাজার। পৌর শহরসহ উপজেলার বিভিন্ন মার্কেট,বিপনী বিতান ও ফুটপাতের দোকানে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। গত বছরের তুলনায় এবার সিট কাপড় ও তৈরি পোশাক বেশি বিক্রি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। জুতা ও কসমেটিকসের দোকানেও ভিড় চোখে পড়ার মতো। দোকানীরা জানান,ঈদের আগের দুই দিন এই ভিড় বাড়বে। ভিড় লক্ষ্য করা গেছে ফুটপাতের দোকান আর ফুটপাতে সাজিয়ে বসা কসমেটিস’র দোকানে।
চাটমোহর পুরাতন বাজার এলাকার মির্জা মার্কেটের কাপড় ব্যবসায়ী রবিউল করিম জানান,কোরবানীর কারণে এই ।েিদ তেমন বেচাকেনা হয়না। তবে গত দু’দিন ধরে বিক্রি বেড়েছে। এখনো পুরোপুরি বেচাকেনা শুরু হয়েছে। তবে থ্রিপিস আর ছিট কাপড় বেশি বিক্রি হচ্ছে। একই কথা জানালেন আরেক ব্যবসায়ী অজয় কুন্ডু। তিনি জানান,গত বছরের চেয়ে কাপড়ের দাম বেড়েছে। ফলে অনেকেই ফিরে যাচ্ছেন।
ছাইকোলা গ্রাম থেকে পোশাক কিনতে আসা গৃহিণী সাবিনা আকতার বললেন,কোরবানী ।েিদ সাধারণ পোশাকাদি তেমন কেনা হয়না। তারপরই বাচ্চাদের আবদার রাখতে মার্কেটে আসা। এবার সব পোশাকের দামই বেশি। বাজেটে কুলাচ্ছেনা। তারপরও পরিবারের জন্য ঈদের কেনাকাটা করতেই হবে।
চাটমোহর পৌর শহরের সরদার মার্কেট,জেএস মার্কেট,মির্জা মার্কেট,ইসলামী ব্যাংক মার্কেট,আছিয়া মার্কেট,রফিক মার্কেট,হোসেন মার্কেটসহ অন্যান্য মার্কেটে দোকানীরা হরেক রকম পণ্যের পশরা সাজিয়েছেন। সকাল থেকে রাত পর্যন্ত চলছে ঈদের কেনাকাটা।