চাটমোহর প্রতিনিধি
আগামী ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস। দিবসটি যখাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনের উদ্যোগে গত বৃহস্পতিবার বিকেলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইছাহক আলী মানিক,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক,থানার ইন্সপেক্টর (তদন্ত) নয়ন কুমার সরকার,উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী,উপজেলা শিক্ষা অফিসার খন্দকার মোঃ মাহবুবুর রহমান প্রমূখ। সভায় শেখ রাসেল দিবসে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে,১৬ অক্টোবর রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,১৮ অক্টোবর বর্নাঢ্য র্যালী,শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।