চাটমোহর প্রতিনিধি
“স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক” এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে উদ্বোধন করা হয়েছে ভূমিসেবা সপ্তাহ। গতকাল শনিবার দুপুর ১২টায় উপজেলা ভূমি অফিস চত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। উদ্বোধনী অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল ২০২৩-২০২৪ অর্থবছরে চাটমোহর উপজেলা ভূমি অফিসের অর্জনসমূহ তুলে ধরেন। তিনি জানান,চাটমোহর উপজেলায় ভূমি উন্নয়ন কর ব্যবস্থাপনা,ই-নামজারি ব্যবস্থাপনা,জলমহাল ব্যবস্থাপনা ও নামজারি রিভিউ মামলা ব্যবস্থাপনা শতভাগ ডিজিটাইজেশন হয়েছে,ভূমি উন্নয়ন কর লক্ষ্যমাত্রা অনুযায়ী আদায় হয়েছে। তিনি আরো জানান,চাটমোহর উপজেলায় অর্পিত সম্পত্তি কার্যক্রম ,ভূমি অফিসের বিবিধ মামলা কার্যক্রম,খাসজমি ব্যবস্থাপনা কার্যক্রম এবং হাট-বাজার ও জলমহাল ইজারা কার্যক্রম বার্ষিক ক্যালেন্ডার অনুযায়ী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
এ সময় ভূমি অফিসের নাজির মোঃ বাবুল উদ্দিন,সার্ভেয়ার মোঃ ইসাহক আলী,নামজারি সহকারী মাহবুব হাসান,পেশকার মিজানুর রহমান,সার্টিফিকেট সহকারী মাবিয়া খাতুন,প্রেসক্লাবের সাবেক ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুনসহ সাংবাদিক ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সেবা গ্রহীতাদের মাঝে ডিসিআরের কপি হস্তান্তর করা হয়। আগামী ১৪ জুন পর্যন্ত ভূমিসেবা সপ্তাহ চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।