চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় বাস্তবায়িত ভুট্টা প্রদর্শনীর ফিল্ড টেকনোলজি ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাদরা ব্লকে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক সরকার শফি উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপ-পরিচালক ড. মোঃ জামাল উদ্দিন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মোছাঃ ফিরোজা পারভীন,মথুরাপুর ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্য দেন,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ। ওরিয়েন্টেশনে কৃষক,কিষাণী,জনপ্রতিনিধি,সাংবাদিক উপস্থিত ছিলেন।

