চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স চত্বরে ইউনিয়ন পর্যায়ে শেখ হাসিনা সরকারের সামাজিক সুরক্ষার আওতায় বিভিন্ন ভাতাভোগি ও সুবিধাভোগিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (১৫ নভেম্বর) সকালে হরিপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। হরিপুর ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন,সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন খবির,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,চাটমোহর পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,পাশর্^ডাঙ্গা ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,পাবনা জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,জেলা পরিষদ সদস্য আফিয়া সুলতানা আখি,স্বাধীনতা শিক্ষক পরিষদ চাটমোহর উপজেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম,ইউপি সদস্য রোকনুজ্জামান রোকন,ভাতাভোগি রবি সরকার,ডলি খাতুন,আজিম উদ্দিন ও আশ্রায়ন প্রকল্পে ঘর ও জমি পাওয়া ভূমিহীন আবুল কাশেম মাস্টার। মতবিনিময় সভায় হরিপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা,বয়স্ক,প্রতিবন্ধী,মাতৃত্বকালীন ও হরিজন ভাতাপ্রাপ্ত ১ হাজার ৮১২ জন নারী-পুরুষ ছাড়াও ভিজিডি কার্ডধারী ২২৯ জন,টিসিবি কার্ডধারী ১ হাজার ৪৫৯ জন,১৫ টাকার কেজির চাউল প্রাপ্ত ১ হাজার ১৫৯ জন,প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তিপ্রাপ্ত ১৩ জন,ভিজিএফ কার্ডের চাউর প্রাপ্ত ২ হাজার ১৩৯ জন এবং আশ্রায়ন প্রকল্পের আওতায় ঘর ও জমিপ্রাপ্ত ৫৬ জন নারী-পুরুষ ছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ,জনপ্রতিনিধি,শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
চাটমোহরে বিভিন্ন ভাতা ও সুফলভোগিদের সাথে মতবিনিময়
চাটমোহর
2 Mins Read
Previous Articleঈশ্বরদীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
Next Article সুজানগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment