বিশেষ প্রতিনিধি
পাবনার চাটমোহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন উপজেলার বিলচলন ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বে*াথর গ্রামের নজরুল ইসলামের ছেলে মোজাম্মেল হক (৪০) ও পাশর্^ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মল্লিকপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে জহুরুল ইসলাম (৫০)। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে চাটমোহর উপজেলা পরিষদ চত্বর ও পরিষদের প্রধান গেটে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক নেতা জানান,উপজেলার পাশর্^ডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা রবিউল করিম তারেক টিসিবি’র পণ্যের জন্য নতুন তালিকা তৈরি করছেন। এই তালিকায় যুবদলের নেতৃবৃন্দ কিছু নাম নেওয়ার জন্য বললে,তারেক তা নিতে অস্বীকৃতি জানায়। এনিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। রবিউল করিম তারেক পাশর্^ডাঙ্গা এলাকা থেকে নসিমন-করিমন ও মোটরসাইকেলে কয়েকশ’ লোক চাটমোহরে নিয়ে আসেন। এ সময় গোটা এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। যুবদলের নেতা-কর্মীরা এক পর্যায়ে পালিয়ে যায়। এ ঘটনায় আহত হন যুবদলের দুই নেতা।
উপজেলা যুবদলের আহবায়ক মোঃ গোলজার হোসেন অভিযোগ করেন,রবিউল করিম তারেক আওয়ামী লীগের লোকজন নিয়ে এসে উপজেলায় হাঙ্গামা করেছেন। সে আমাদের উপর হামলা করেছে। বিগত সংসদ নির্বাচনে সে আওয়ামী লীগ নেতা আঃ হামিদ মাস্টারের পক্ষে মাঠে ছিল। আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করছি। চাটমোহর পৌর বিএনপির আহবায়ক এ এম জাকারিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে দোষিদের রিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি কে এম আনোয়ারুল ইসলাম বিষয়টি জানেন না বলে কোন মন্তব্য করেননি। কথা বলার জন্য বিএনপি নেতা রবিউল করিম তারেকের সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে,তিনি ফোন রিসিভ করেননি।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ নেলিম রেজা বলেন,বিষয়টি শুনেছি। কিন্তু কোন পক।সই থানায় কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
চাটমোহরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ,যুবদলের দু’নেতা আহত
চাটমোহর
2 Mins Read
Next Article ঈশ্বরদীতে পুলিশ বিভাগের মতবিনিময় সভা
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment