চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে অসহায় ও দরিদ্র রোগিদের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এই চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ মকবুল হোসেন এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,জেলা পরিষদ সদস্য সাইদুল ইসলাম পলাশ,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মিয়া,ডিবিগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নবীর উদ্দিন মোল্লা,আ.লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১৮ জন রোগির মাঝে ৮ লাখ ৬০ হজার টাকার চেক বিরণ করা হয়।