চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২০২৩ বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো ১৬ কোটি ৪৮ লাখ ৩১ হাজর ৫০০ টাকা বাজেট ঘোষণা করেন। বাজেটে আয় ও ব্যয় সমান ধরা হয়েছে। আয়ের মধ্যে রয়েছে রাজস্ব খাতে ২ কোটি ১৮ লাখ ৩১ হাজার ৫০০টাকা,উন্নয়ন খাতে ১ কোটি ৩০ লাখ টাকা,গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পে ২ কোটি টাকা ও কুয়েত প্রকল্পে ১১ কোটি টাকা। বিভিন্ন খাতে এই টাকা ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।
সোমবার (৪ জুলাই) দুপুরে পৌরসভার ওয়াজি উদ্দিন খান মিলনায়তনে অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,পাবনার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ সচিব) মোঃ মোখলেসুর রহমান। পৌরসভার কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,পৌরসভার নির্বাহী প্রকৌশলী আকতারুল ইসলাম,আওয়ামী লীগ নেতা খন্দকার মাহবুব এলাহী বিশু,বিলচলন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা যুবলীগের সভাপতি সাজেদুর রহমান মাস্টার,পৌরসভার কাউন্সিলর নুর ই হাসান খান ময়না,মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু,ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাপ্তাহিক চাটমোহর বার্তার সম্পাদক এস এম হাবিবুর রহমান,সাংবাদিক শাহীন রহমান,পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ প্রমূখ।
Check Also
চাটমোহরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক …