চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান,ধর্মীয় প্রতিষ্ঠান,মসজিদে মসজিদে পালিত হয়েছে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নী (সা.)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে চাটেেমাহর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান শাকিল,ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ মুস্তাফিজুর রহমান,মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ মাহাদী হাসান খান,হাফেজ মোঃ মাহমুদ হাসান প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ,পিআইও এস এম শামীম এহসান,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম,প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েলসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও বিভিন্ন মসজিদের ইমাম উপস্থিত ছিলেন। শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল।
এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়,চাটমোহর টেকনিক্যাল এন্ড বিএমআই,পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়,ডাক্তার জয়েন উদ্দিন স্কুল,বিলচলন দ্বিমুখি উচ্চ বিদ্যালয়,চাটমোহর এনায়েতুল্লাহ ফাজিল মাদ্রাসাসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।