চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দূর্নীতি দমন কমিশন ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (৪ জুন) উপজেলা পরিষদ মিলনায়তনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে চাটমোহর সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এবং রানার্সআপ হয়েছে হরিপুর দূর্গাদাস স্কুল এন্ড কলেজ। সেরা বিতার্কিত নির্বাচিত হয়েছে সরকারি আরসিএন এন্ড বিএসএন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের তানহা তাসনিম।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা ও পুরস্কার বিতরণ। উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজা পারভীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মগরেব আলী।