চাটমোহর প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের ‘শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম’ শীর্ষক প্রকল্পের আওতায় বুধবার (২৫ মে) পাবনার চাটমোহরে শুরু হয়েছে দুই দিনব্যাপী শিশুমেলা। পাবনা জেলা তথ্য অফিসের আয়োজনে পৌর শহরের শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই মেলা শুরু হয়। এ উপলক্ষে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার ও পৌরসভার মেয়র এ্যাড.সাখাওয়াত হোসেন সাখো। স্বাগত বক্তব্য দেন,পাবনা জেলা তথ্য অফিসার মোঃ সামিউল আলম। বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,জেলা পরিষদের সাবেক সদস্য সাইদুল ইসলঅম পলাশ,উপজেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান,সহকারী ইন্সট্রাক্টর কল্যাণ কুমার সরকার প্রমূখ। এসময় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম,যুব উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম,মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ,সহকারী প্রোগ্রামার আব্দুল আল নোমান প্রেসক্লাব সভাপতি রকিবুর রহমান টুকুন,প্রধান শিক্ষক আঃ ছালাম,প্রধান শিক্ষিকা আনোয়ার খাতুন প্রমূখ উপস্থিত ছিলেন। আজ বৃহস্পতিবার মেলা শেষ হবে। মেলায় বিভিন্ন স্টল রয়েছে। অনুষ্ঠিত হচ্ছে চলচ্চিত্র প্রদর্শনী ও বিভিন্ন প্রতিযোগিতা।
Check Also
চাটমোহরে পৌরসভার বাজেট ঘোষণা
চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২০২৩ বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন …