চাটমোহর প্রতিনিধি
‘বছর ব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই’ই আসে’ এ প্রতিপাদ্যে পাবনার চাটমোহরে বুধবার (২২ জুন) শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এদিন বিকেলে ফল মেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলমের সভাপতিত্বে অনুষ্ঠিত ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ। উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মগরেব আলী,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন,সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েলসহ সরকারি কর্মকর্তা,কিষাণ-কিষাণী ও সুধিজন উপস্থিত ছিলেন।
Check Also
ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথর ঘাটা বিশিপাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আফসার …