চাটমোহর প্রতিনিধি
জাতীয় শ্রমিক লীগ চাটমোহর উপজেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন,আনন্দ শোভাযাত্রা,আলোচনা সভা ও কেককাটা।
সকালে চাটমোহর পুরাতন বাজার এলাকায় দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ মকবুল হোসেন এমপি। জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ রানা সুরুজের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য দেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমূখ। এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ,শ্রমিক লীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।