চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও চাটমোহর পৌরসভা গতকাল শুক্রবার সকালে পৃথক কর্মসূচির পালন করে।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আইনিন আফরোজ,ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ রাশেদুল ইসলাম বকুল,ইউপি সচিব মাহাতাজুল ইসলাম,ইউপি সচিব কাজী সালমান রহমান,ইউপি উদ্যোক্তা আমিরুল ইসলাম,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন প্রমূখ।
এদিকে চাটমোহর পৌরসভার উদ্যোগ অনুষ্ঠিত হয় র্যালী ও আলোচনা সভা। এসময় প্যানেল মেয়র মোঃ এখলাসুর রহমান,পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ নাজিম উদ্দিন মিয়া পৌর কাউন্সিলর মোঃ মাহাতাব হোসেন,পৌর কাউন্সিলর ওছিমুদ্দিন,সেনেটারী ইন্সপেক্টর আবুল কালাম আজাদ দুলালসহ কাউন্সিলন,কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।