চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরন প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ। সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে কৃষি আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন বিষয়ে তথ্য উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার কৃন্তলা ঘোষ।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) সজীব শাহরীন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক,নারী ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,চাটমোহর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরীফ মাহমুদ সরকার সঞ্জু। মুক্ত আলোচনায় অংশ নেন,চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,সাবেক সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক,সাংবাদিক প্রভাষক ইকবাল কবীর রঞ্জু প্রমূখ।
সেমিনারে ফসলের বীজ রোপণ,ফসল উৎপাদন,খরা,অতিবৃষ্টি,ফসল কর্তনসহ বিভিন্ন বিষয়ের সাথে আবহাওয়ার সম্পর্ক নিয়ে কৃষকদের মাঝে আলোচনা করা হয়।
Check Also
চাটমোহরে পৌরসভার বাজেট ঘোষণা
চাটমোহর প্রতিনিধি পাবনার চাটমোহর পৌরসভার ২০২২-২০২৩ বাজেট ঘোষণা করা হয়েছে। পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন …