চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা বুধবার (২৩ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চাটমোহরসহ চলনবিল অঞ্চলে চায়না দুয়ারী জাল ও বাদাই জালের অবাধ ব্যবহারে বোয়ালের পোনা নিধন,উপজেলায় চুরির ঘটনা বেড়ে যাওয়া,মাদক,ইভটিজিংসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বক্তারা চাটমোহর উপজেলার বিভিন্ন বিলে অবাধে চায়না দুয়ারী জালের অবাধ ব্যবহার নিয়ন্ত্রণে উপজেলা মৎস্য কর্মকর্তা ব্যর্থতার পরিচয় দিচ্ছেন বলে মন্তব্য করেন। এছাড়া অসংখ্য বোয়াল মাছের পোনা নিধন বন্ধে কোন কার্যকর পদক্ষেপ নেই বলে মন্তব্য করেন। এভাবে বোয়ালসহ অন্যান্য দেশী মাছের পোনা ও মা মাছ নিধন অব্যাহত থাকলে এ অঞ্চলে দেশী মাছের সংকট প্রকট হবে বলে মন্তব্য করেন তারা।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আঃ হামিদ মাস্টার,ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সেলিম রেজা,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,সমাজসেবা কর্মকর্তা মোঃ রেজাউল করিম,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,প্রধান শিক্ষিকা সিস্টার রিনা ক্রিস্টিনা কোরাইয়া,ইউপি চেয়ারম্যান মোঃ আজাহার আলী,ইউপি চেয়ারম্যান মোঃ মকবুল হোসেন,ইউপি চেয়ারম্যান মোঃ শাহ আলম,ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান প্রমূখ।