চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে অভিনব প্রতারণার শিকার হয়েছেন হতদরিদ্র এক কলা বিক্রেতা। ব্যাংকার পরিচয় দিয়ে মোটরসাইকেল আরোহী এক প্রতারক কলা বিক্রেতা আঃ লতিফের কাছ থেকে হাতিয়ে নিয়েছেন ৮ শত টাকা। ঘটনাটি ঘটেছে,গতকাল সোমবার দুপুরে চাটমোহর পৌর শহরের খেয়াঘাট এলাকায়। কলা বিক্রেতার বাড়ি হরিপুরে। সিসি টিভি ফুটেজে প্রতারককে মোটরসাইকেলসহ দেখা গেলেও হেলমেট পরিহিত থাকায় চেনা যায়নি।
জানা গেছে,প্রতিদিনের ন্যায় আঃ লতিফ ভ্যানযোগে কলা বিক্রি করতে চাটমোহরে আসেন। নতুন বাজার খেয়াঘাট এলাকায় কলা বিক্রির সময় বাজাজ মোটরসাইকেল আরোহী হেলমেট পরিহিত এক ব্যক্তি কলা বিক্রেতার কাছে এসে ব্যাংকের অনুষ্ঠানে অনেক কলা লাগবে বলে জানায়। দরদাম ঠিক করে বলে,কিছু খুচরা টাকা লাগবে,আপনার (কলা বিক্রেতা) কাছে আছে কিনা জানতে চাইলে কলা বিক্রেতা আঃ লতিফ ৮ শত টাকা বের করে দেন। মোটরসাইকেল আরোহী তাকে সামনে আসতে বলে সটকে পড়েন। কলা বিক্রেতা কান্নাকাটি শুরু করলে পাশের দোকানীরা এগিয়ে আসেন এবং বিষয়টি জানতে পারেন। দোকানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে,জিন্স প্যান্ট ও গেঞ্জি পরিহিত প্রতারক। তার মাথায় হেলমেট থাকায় পরিস্কার চেনা যাচ্ছেনা।
Check Also
চাটমোহরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক …