চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে চাটমোহর উপজেলার ৫৩টি পূজামন্ডপে ব্যক্তিগতভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় চাটমোহর হরিসভা মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রত্যেক মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৩ হাজার টাকা করে তুলে দেন। এছাড়া উপজেলা পূজা উদযাপন পরিষদকে ১০ হাজার টাকা প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক কুমার চক্রবর্তী। উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যের সঞ্চাণায় অনুষ্ঠিত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আঃ রহিম পাকন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আঃ হামিদ মাস্টার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম। বক্তব্য দেন,গুনাইগাছা ইউপি চেয়ারম্যান রজব আলী বাবলু,প্রেসক্লাবের আহবায়ক রকিবুর রহমান টুকুন,প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল,তরুন পাল প্রমূখ।