এম এ আলিম রিপনঃ পাবনার সদর উপজেলায় কনকনে বাতাস ও শীতের তীব্রতায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বৈরী আবহাওয়ায় গত কয়েকদিন ধরে শীতের তীব্রতা বাড়ায় জনজীবন অচল হয়ে পড়েছে। শীতের এ তীব্রতাকে উপেক্ষা করে শীতবস্ত্র নিয়ে অসহায় দরিদ্র মানুষদের বাড়ি বাড়ি ছুটেছেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা। বুধবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের বান্নাইপাড়া আদিবাসী পল্লীসহ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেন ইউএনও। এ সময় চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। নিলা রাণী নামে এক আদিবাসী নারী বলেন শীত যায়,শীত আসে। অনেকেই সহযোগিতা পেলেও আমরা আদিবাসী পল্লীর বাসিন্দারা অনেকটাই অবহেলিত। ইউএনও স্যার নিজে এসে আমাদের মাঝে কম্বল দিয়েছেন। কম্বল পাওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে। শ্রী পাখি সরকার নামে অপর একজন বলেন, আমার অসহায় বৃদ্ধা মা কয়েকদিন ধরে শীতে কষ্ট পাচ্ছিলেন। মা কম্বল পেয়ে খুব ভালো লাগছে। চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বলেন,এই শীতে গরিব মানুষগুলো খুব অসহায়।তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই সবার উচিত এই কনকনে শীতে দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়ানো। উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া শীতবস্ত্র(কম্বল) নিয়ে প্রকৃত অসহায় দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে বের হয়েছিলাম। সরকারি নির্দেশনায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।