আবু হানিফ খান
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর সংলগ্ন করিয়াল বেঙ্গল মিট এর সামনে ঢাকা- পাবনা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজন এবং গুরুতর আহত দুই জন্য।
এ দুর্ঘটনাটি ঘটে ২৮ জুলাই ২০২২ খ্রীঃ বৃহস্পতিবার সোন্দা ৬. ৩০ ঘটি কার সময় আহত এবং নিহত ব্যক্তিরা অটো ভ্যানে আত্নীয় বাড়ি থেকে নিজ বাড়িতে আসতে ছিলেন, পিছন থেকে পাবনা গামী সিটি লাইন ঢাকা কোচ ভ্যান গাড়ী চাপা দিলে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যক্ষদ্রশীরা জানিয়েছেন।
নিহারা হলেন, আবু সাঈদ (৪৫) পিতা মৃত্য আব্দুল লতিফ, তাওহিদবাদীদের (০৪) পিতা আবু সাঈদ।
আহত নয়ন তারা (৩৫) আবু সাঈদ এর স্ত্রী ও আইয়ুব আলীর স্ত্রী (৪০)
মোছাঃ রোজাখাতু (৪.৬) পিতা আইয়ুব আলী।
আহতদের রাজশাহী মেডিকেলে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, আত্নীয় হাবিবুর রহমান হাবিব। উভয়ের ঠিকানা- গ্রাম দুর্গাপুর, পাড়াপাড়, দক্ষিণ চার,আমিনপুর,পাবনা। সাঁথিয়া থানায় মামলা হয়েছে।
গাড়ি আটক করতে পারেনি সাঁথিয়ায় থানা পুলিশ।
কাশিনাথপুর এলাবাসীর খোব এবং দাবী যে, সকল হাসপাতাল আছে সে গুলো কি সেবার উদ্দেশ্যে করা না কি টাকা কামানোর জন্য করা, একটা হাসপাতালেও ডাক্তার নেই, আর থাকলেও কোনো রক্তাক্ত রোগী সঠিক সময় সেবা পাইনা, অচিরেই এই সকল ব্যাবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করা দরকার।
Check Also
১৩ মাসে উদ্ধার হয়নি অপহৃত শিশু, প্রশাসনের দ্বারে দ্বারে অসহায় পরিবার
সংবাদদাতা: ২০২১ সালের জুলাই মাসের ০৭ তারিখ রাত আনুমানিক ০৮ টা ৩০ মিনিটে আমিনপুর থানার …