আটঘরিয়া প্রতিনিধিঃ এবার অনাড়ম্বরভাবেই চলে গেল ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাক হানাদারের সাথে আটঘরিয়ার চন্দ্রবতী নদীর বংশীপাড়া ঘাটে ১৫০ জন মুক্তিযোদ্ধার ৩ ঘন্টা ব্যাপী সম্মুখ যুদ্ধের ঐতিহাসিক দিন ৬ নভেম্বর। ঐদিন এই যুদ্ধে ১১ মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ১ ক্যাপ্টেন ২০ জন পাকহানাদার শত্রু সেনা নিহত ও ৩০ জন আহত হয়। এই স্মৃতি রক্ষার্থে সেখানে একটি স্মৃতিসৌধ নির্মিত হওয়ার পর এ যাবৎ মুক্তিযোদ্ধা, প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষের উদ্যোগে ৬ নভেম্বর আড়ম্বরপূর্ণ পরিবেশে পালিত হলেও এ বছর কেবল শুধুই কয়েকজন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে ৬ নভেম্বর অনাড়ম্বরভাবে পালিত হয়।
ঐ যুদ্ধে যে ১১ জন মুক্তিযোদ্ধা শহীদ হন তারা হলেন, শহীদ আবুল কাশেম, আব্দুল খালেক, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনসুর আলী, আব্দুর রাজ্জাক, ইউনুস আলী ও মহসিন আলী।
বংশীপাড়া স্মৃতিসৌধে এবারের এই অনাড়ম্বর ৬ নভেম্বর দিবস পালন এবং স্মৃতিসৌধের অযতœ অবহেলা সবাইকে ব্যথিত করেছে।