ঈশ্বরদী সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ১০টি উদ্যোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৩ জুন) ঈশ্বরদীতে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় ঈশ্বরদী উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে।
সূচনা বক্তব্য রাখেন কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার। অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ নায়েব আলী বিশ^াস ও ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান।
নারীর ক্ষমতায়ন, আশ্রায়ণ, শিক্ষা সহায়তা, পল্লী সঞ্চয় ব্যাংক, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সবার জন্য বিদ্যুৎ বিষয়গুলো সম্পর্কে স্থানীয় পর্যায়ে সমস্যা চিহ্নিত করণ ও সমাধানের উপায় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে জনপ্রতিনিধি,সরকারি কর্মকর্তা, সমাজের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক অংশগ্রহণ করেন।
Check Also
পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে ঈশ্বরদীতে আওয়ামী লীগের মিষ্টিমূখের আয়োজন
ঈশ্বরদী সংবাদদাতাঃ পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ঈশ^রদী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা অনুষ্ঠানের আয়োজন করা …