সংবাদদাতাঃ পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষদের নগদ অর্থ সহায়তা করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। বৃহস্পতিবার (০৭ জুলাই) দুপুরে কৃষ্ণপুর মক্তব এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় প্রায় পাঁচ শত লোককে তিনি এ আর্থিক সহায়তা প্রদান করেন। এ সহায়তা পেয়ে বিধবা ও বৃদ্ধ থেকে শুরু করে নানাবয়সী মানুষের মুখে হাসি ফোটে।
আর্থিক এ সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার রেখা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, পৌর নেতা কামরুজ্জামান রকি, সাবেক ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান সুইট ও সহ আওয়ামী লীগের অন্যান্য নেতা ও কর্মীবৃন্দ।
উল্লেখ্য জাতীয় সংসদের ঐচ্ছিক তহবিল থেকে মোট পাঁচ শত দরিদ্র ও অসহায়কে এক হাজার টাকা করে প্রদান করা হয়।
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …