শহর প্রতিনিধিঃ পবিত্র ঈদুল উল আযহা উপলক্ষে পাবনার বিনোদন প্রিয় মানুষের উপচে পড়া ভীর নামে রানা ইকো পার্ক ও পিকনিক স্পটে। ঈদ উপলক্ষে প্রতিদিন চলছে কনসার্ট। গানে গানে মাতছে দর্শক। ঈদের ৪র্থ দিন বিকেলে পার্কের মঞ্চে কর্নসাট উপভোগ করেন পার্কের উদ্যোক্তা শিল্পপতি রুহুল আমীন বিশ্বাস রানা ও তার পরিবারের সদস্যরা। ঈদ উপলক্ষে পার্কে সংগীত পরিবেশনের আয়োজনে নতুন মাত্রা যোগ হয়।
পাবনার চর আশুতোষপুর বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই পার্কে হাজার হাজার বিনোদন প্রিয় মানুষ বেড়াতে আসে।ইতোমধ্যে দেশের আধুনিক সব রাইড যুক্ত হয়েছে পার্কটিতে।নতুন অত্যাধুনিক আর্কষণীয় সব রাইডও সংযোজনের কাজ চলছে। ইতোমধ্যে শিশুদের কাছেও পার্কটি জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া নির্মল প্রাকৃতিক পরিবেশ মুগ্ধ করছে দর্শনার্থীদের। শহরের অতি সন্নিকটে অনন্ত বাজার মোড় হতে দক্ষিণ দিকে কিছুটা পথ আসলেই পার্কটি অবস্থিত।
রানা ইকো পার্কের ম্যানেজার আতিকুর রহমান জানায়,ঈদ উপলক্ষে পার্কের ভেতর সাড়া জাগানো সংগীত শিল্পীদের কর্নসাটের আয়োজন করা হয়েছে। এখানে পার্কে আগত দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকতে।বিনা টিকিটে তাঁরা কর্নসাট উপভোগ করছে। আগামী রোববার দেশের জনপ্রিয় সংগীত শিল্পী গামছা পলাশ কর্নসাটে সংগীত পরিবেশন করার কথা রয়েছে। দর্শকদের কাছ থেকে প্রবেশ মূল্য ছাড়া বাড়তি কোনো টাকা নেয়া হবেনা বলে জানায় তিনি।
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …