Wednesday , July 6 2022
Breaking News
Home / সুজানগর / আমিনপুর থানা আ.লীগের ইউসুফ সভাপতি ও বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত

আমিনপুর থানা আ.লীগের ইউসুফ সভাপতি ও বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত

এম এ আলিম রিপন

আমিনপুর থানা আওয়ামীলীগের মো.ইউসুফ আলী খান সভাপতি ও বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল হক বাবু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দুপুরে কাশীনাথপুর ডাক বাংলোয় দ্বিতীয় অধিবেশনে একই সাথে এ এম রফিকুল্লাহ, শাহীন চৌধুরী ও সুষমা সাহাকে সহ সভাপতি এবং এজাজ আহমেদ সোহাগকে যুগ্ম সাধারণ সম্পাদক এবং আনোয়ারা খাতুনকে মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে নাম ঘোষণা দেন পাবনা জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। উল্লেখ্য, ২০১৩ সালে আমিনপুর থানা প্রতিষ্ঠিত হয়। থানা হওয়ার প্রায় ৮ বছর পর গত বছরের ১৪ সেপ্টেম্বর সুজানগর উপজেলার সাগরকান্দি,রাণীনগর ও আহম্মদপুর ইউনিয়ন সহ ৩ টি এবং বেড়া উপজেলার ঢালারচর,মাসুন্দিয়া, রুপপুর,জাতসাকিনিয়া ইউনিয়ন সহ ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত আমিনপুর থানাকে সাংগঠনিক ইউনিট ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। আমিনপুর থানা আওয়ামী লীগের এটি প্রথম সম্মেলন। শনিবার পাবনার আমিনপুর বিজ্ঞান ও প্রযুক্তি কলেজ মাঠে নবগঠিত আমিনপুর থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ রেজাউল রহিম লাল। আমিনপুর থানা আওয়ামীলীগের আহ্বায়ক শ্রী অনিল কু-ু সাহার সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক রেজাউল হক বাবুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি। অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। অন্যদের মাঝে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন চৌধুরী, পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান ড.মজিবুর রহমান, কেন্দ্রীয় আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক উপ কমিটির সদস্য কামরুজ্জামান উজ্জল, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ। সভায় সুজানগর উপজেলা,বেড়া উপজেলা,সাঁথিয়া উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About admin

Check Also

সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম …

Leave a Reply

Your email address will not be published.