চাটমোহর প্রতিনিধি
“অসমতার বিরুদ্ধে লড়াই করি,দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি” এই শ্লোগানে র্যালী,অগ্নিকান্ড ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা সভার মধ্য দিয়ে পাবনার চাটমোহরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
গতকাল শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিন করে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃ রেদুয়ানুল হালিম। বক্তব্য দেন,উপজেলা সহকারী কশিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম শামীম এহসান,পল্লী উন্নয়ন কর্মকর্তা আহসানুল হাবিব,যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আঃ হালিম প্রমূখ। পরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র একটি দল দুর্যোগ প্রশমনে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করে।