চাটমোহর প্রতিনিধি
পাবনার চাটমোহরে মানব মুক্তি সংস্থার (এমএমএস) উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে গত শনিবার (২ নভেম্বর) র্যালী,রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির জীবিকায়ন উন্নয়নে নাগরিক সংগঠণের অংশগ্রহণে জনপরিসর সম্প্রসারণ ও সুশান ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এমএমএস উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বাঘলবাড়ী কৈ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানের আযোজন করে। এ উপলক্ষে একটি র্যালী এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম। চাটমোহর উপজেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক বিদ্যুৎ ভুঁইমালীর সভাপতিত্বে ও পাবনা জেলা আদিবাসী ছাত্র পরিষদের আহবায়ক অপূর্ব কুমার সিং এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন,মানব মুক্তি সংস্থার প্রকল্প কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন,গৌতম রায়,পাবনা জেলা আদিবাসী পরিষদের সভাপতি আশিক চন্দ্র বানিয়াস,উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি কর্ন মুরালি,যুগ্ম সম্পাদক আনন্দ কর্মকার,দপ্তর সম্পাদক পলাশ কর্মকার প্রমুখ। আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগিতায় বিজয়ী আদিবাসী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।