আটঘরিয়া প্রতিনিধিঃ বুধবার (১৮ অক্টোবর) পাবনার আটঘরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ রাসেল দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো নাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ১৫ আগষ্টে বঙ্গবন্ধু পরিবারে মর্মান্তিক হত্যা কান্ডে শিশু রাসেলের অকাল মৃত্যু নিয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহারুল ইসলাম, থানার অফিসাস ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিয়োগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এর পর জাতীয় কর্মসূচীর অনুষ্ঠানে গনভবন থেকে প্রধান মন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখেন।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল নির্ভিক নির্মল দুর্যয় বিষয়ে আলোচনা সভায় উপস্থিত বক্তব্য, চিত্রাংক প্রতিযোগীতা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালী ও উপজেলা মডেল মসজিদে বিশেষ মোনাজাত।