মিজানুর রহমান
পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার রাতে ইউনিয়নটির ঘরনাগড়া এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
বক্তব্য কালে কালে তিনি বলেন,উন্নয়নের ধারাবাহিকতার জন্য আগামী নির্বাচনে জনগণ আবারও আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে নির্বাচিত করবে।
তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের জনবান্ধব সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে। দেশে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ভূমিহীন গৃহহীনদের ভূমিসহ বাসগৃহ দেয়া হয়েছে, যা বিশ্বে বিরল।
অনুষ্ঠানে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি উম্বর আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আশরাফ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য দেন পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল,ত্রার্ণ ও সমাজকল্যাণ সম্পাদক শাওয়াল বিশ্বাস, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট তৌফিক ইমাম শ্রমিক লীগের সভাপতি ফুরকান আলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আব্দুল করিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার আহমেদ শরীফ ডাবলু, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম রবি,মালিগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, ইউপি সদস্য মাসুদ রানা প্রমুখ।
এ সময় স্থানীয় আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ সরকার দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছে-এমপি প্রিন্স
পাবনা সদর
1 Min Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment