রবিউল রনি: খোলা ছাদে কোন প্রকার প্রটেকশন ছাড়াই শুকানো হচ্ছে সেমাই গুলো যে কোন মুহুর্তেই একটি পাখি বসে সেখানে মল ত্যাগ করলেই শেষ। ক্ষতিকর সেই মলের উপাদান সহ প্যাকেট হয়ে যাবে দেশের নামি দামি সেমাই উৎপাদন কম্পানির চকচকে মোড়কে। পৌঁছে যাবে শহর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে আসন্ন ঈদে মজা করে সবাই সেমাই খাবে কেউ ভাবতেই পারবে না যে কি খাচ্ছি।
কারখানার ভেতরে পরিবেশ টায়েলস করা চকচকে হলেও পরিচ্ছন্নতার সঠিক নিয়ম টা পালন করা হচ্ছে না ঠিকমত। হ্যান্ড গ্লাভস মাথায় টুপি ছাড়াই মহিলা শ্রমিক প্যাকেট জাত করছে সেই নামি দামি ব্রান্ডের সেমাই গুলো।
খালি চোখে আমরা অনেক কিছুই বুঝতে পারি না যাই হোক এসকল বিষয় নিয়ে জানতে চাইলে পাবনার মালিগাছায় অবস্থিত মেসার্স সোহেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সোহেল রানা সরকারি দায়িত্বশীল বিভিন্ন কর্মকর্তাদের নাম উচ্চারণ করেন।
এদিকে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন এর পূর্বে আমরা সেখানে অভিযান চালিয়ে জরিমানা করেছি। সোহেল তখনও অনেক অফিসার এর কথা বলেছে।
সঠিক অভিযোগ পেলে আমরা ভোক্তাদের স্বার্থে অভিযান চালিয়ে যাব সে যেই হোক না কেন তাতে কিছু যায় আসেনা।