Breaking News
Home / সুজানগর / অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু

অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু

এম এ আলিম রিপন ঃ অবশেষে সুজানগর-চিনাখড়া ও আতাইকুলা সড়কের সংস্কার কাজ শুরু করা হয়েছে। রবিবার থেকে সুজানগর-চিনাখড়া সড়কের প্রায় তিন কিলোমিটার এবং সুজানগর থেকে আতাইকুলার প্রায় ৪ কিলোমিটার এ সড়ক দুইটির সংস্কার কাজ শুরু করা হয়েছে। দীর্ঘদিন ধরে সুজানগর-চিনাখড়া সড়কের বেহাল অবস্থায় ছিল। এবং দীর্ঘদিন যাবৎ সংস্কার না হওয়ায় পাবনা জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত আঞ্চলিক এ সড়কের বিভিন্ন স্থানে বড়-বড় গর্ত আর খানা খন্দের সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচলের একেবারেই অনুপোযোগী হয়ে পড়েছিল গুরুত্বপূর্ণ এ সড়কটি। সুজানগর থেকে চিনাখড়া হয়ে রাজধানী ঢাকা যাওয়ার জন্য একমাত্র প্রধান এ সড়কের বেশিরভাগ স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় কোন ধরণের যানবাহন যেতে চাইতো না । আর একটু বৃষ্টি হলে গুরুত্বপূর্ণ এ সড়কটি পরিণত হতো জলাশয়ের। ফলে দুর্ঘটনা ঘটার পাশাপাশি যানবাহনসহ জনসাধারণের চলাচল করতে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে সুজানগর পৌরসভার প্রফেসারপাড়া থেকে পোড়াডাঙ্গা হয়ে চিনাখড়া পর্যন্ত প্রায় ১১কিলোমিটার সড়কের মধ্যে প্রায় তিন কিলোমিটার এবং সুজানগর থেকে আতাইকুলার প্রায় ১১ কিলোমিটার সড়কের প্রায় ৪ কিলোমিটার সড়কের বেশিরভাগ স্থানেই খানাখন্দের পাশাপাশি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছিল। এদিকে সড়ক দুইটির উন্নয়নকাজ শুরু হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন চালক ও পথচারীরা। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগ পাবনার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আনিসুর রহমান জানান, খুব অল্প সময়ের মধ্যেই চলমান গুরুত্বপূর্ণ এ সড়ক দুইটির সংস্কার কাজ সম্পন্ন করা হবে । আর গুরুত্বপূর্ণ এ সড়ক দুইটির সংস্কার কাজে ব্যয় ধরা হয়েছে ১৭ কোটি ৭৭ লক্ষ টাকা।

Check Also

সুজানগরে মহান বিজয় দিবস পালনে প্রস্তুতিমূলক সভা

এম এ আলিম রিপন পাবনার সুজানগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২২ উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী …

সুজানগরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্টিত

এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *