রফিকুল ইসলাম সুইট : পাবনায় অতিরিক্ত ভাড়া নেয়ায় শাহজাদপুর ট্রাভেলস পরিবহন কে জরিমানা করেছে ভোক্তা অধিকারের অভিযান দল।
বুধবার দুপুরে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে শাহজাদপুর ট্রাভেলস এ অভিযান চালিয়ে ছয় হাজার টাকা জরিমানা আদায় আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিস সুত্রে জানাযায়, পাবনা থেকে ঢাকার বিআরটিএর নির্ধারিত ভাড়া ৫৪৬ টাকা কিন্ত শাহজাদপুর ট্রাভেলস ৬৫০ টাকা ভাড়া আদায় করছিল। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা অনুয়ায়ী এটা দন্ডনীয় অপরাধ।এর প্রেক্ষিতে শাহজাদপুর ট্রাভেলস কে ছয় হাজার টাকা জরিমান আরোপ ও আদায় করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা অফিসের সহকারী পরিচালক মো. জহিরুলের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগে একজন যাত্রীর কাছ থেকে পাবনা- ঢাকা ভাড়া বাবদ ৬৫০ টাকা নিয়ে ৫৫০ টাকার টিকেট দেয় শাহজাদপুর ট্রাভেলসের কর্মরতরা। এসময় ঐ যাত্রী বিষয়টি জানতে চাইলে তার সাথে শাহজাদপুর ট্রভেলসের কর্মরত একজন বাজে আচরণ করে। এজন্য ঐ যাত্রী ভোক্তা অধিকারে অভিযোগ করে।
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …