এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগরের সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানকে মৎস্য পুরস্কার প্রদান করা হয়েছে। এবারে সফল মাছ চাষ ক্যাটাগরীতে কথা মৎস্য খামারের কর্ণধার মো.কামরুজ্জামান, সফল পোনা মাছ চাষ ক্যাটাগরিতে মডার্ণ ফিস ফার্ম এর কর্ধধার মো. হেদায়েত উল্লাহ(ডাবলু) ও মো.মান্নান সরদার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মঙ্গলবার (২৫ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রেজাউল করিম রেজা, থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা.মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নূর কাজমীর জামান খান। উপস্থাপনা করেন উপজেলা মৎস্য দপ্তরের ফিল্ড এসিটেন্ড মিজানুর রহমান । অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম, শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনসুর আলী, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুর রহমান, এন এ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আবুল হাশেম, মাহমুদ্দুজ্জামান মানিক,রাজা হাসান, গণমাধ্যমকর্মী মোহাম্মদ আলী,এম মনিরুজ্জামান, এম এ আলিম রিপন, পৌর আ.লীগ সভাপতি ফেরদৌস আলম ফিরোজ সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।