সুজানগর প্রতিনিধিঃ
পাবনার সুজানগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শুরু হয়েছে রওশন ট্রেডার্স টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। কাঁচারীপাড়া ক্লাবের উদ্যোগে সুজানগর পৌর শহরের ঐতিহ্যবাহী কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠে শুক্রবার এ ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পৌর মেয়র রেজাউল করিম রেজা। পৌর কাউন্সিলর জায়দুল হক জনির সভাপতিত্বে ও কাঁচারীপাড়া ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সুজানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ ও পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন। স্বাগত বক্তব্য রাখেন কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি এম এ আলিম রিপন। অনুষ্ঠানে সুজানগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুল হক, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক কোরবান আলী, রোকনুজ্জামান রোকন, কাঁচারীপাড়া ক্লাবের সহ সভাপতি সাইফুল্লাহ ফুল, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, রওশন ট্রেডার্সের কর্ণধার ফিরোজ রানা ও আব্দুস সোবাহান,কাচারীপাড়া ক্লাবের জাহিদুল,শাহীন, জন, পটু, মিন্টু, শ্রী চন্দন কুমার সরকার সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনকালে বক্তারা ঐতিহ্যবাহী এ কাঁচারীপাড়া স্টেডিয়াম মাঠটিকে সকল ধরণের খেলাধুলার জন্য উপযোগী করে গড়ে তুলতে অতি দ্রুত সময়ের মধ্যে সিমানা প্রাচীর নির্মাণ করাসহ সংস্কারের আশ্বাস দেন।