এম এ আলিম রিপন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শান্তি সমাবেশ করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সুজানগর উপজেলা শাখা। শনিবার বিকালে স্থানীয় দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বের হওয়া একটি মিছিল সুজানগর পৌর শহরেরর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে বক্তব্য দেন পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।