সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগর উপজেলায় পানিতে ডুবে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(০৬ এপ্রিল) উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রাম এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত দুইজন হলো স্থানীয় নওয়াগ্রাম এলাকার মো.সাগর খানের ছেলে শাহবুদ্দিন(১০) ও বাকিবিল্লাহর ছেলে হামজা(০৯)। শাহবুদ্দিন ও হামজা আপন দুই চাচাতো ভাই। তারা দুইজনই উদয়পুর মাদ্রাসার শিক্ষার্থী ছিল। জানাযায়, দুই চাচাতো ভাই হামজা ও শাহবুদ্দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলা করতে যায়। খেলার সময় সবার অগচরে পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা পুকুরে নেমে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন। নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে স্বজনেরা শোকাহত এবং গ্রামবাসী মর্মাহত। এদিকে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন উপজেলা চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন ও উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম।