এম এ আলিম রিপন ঃ দর্শনার্থীদের নজর কাড়ছে সুজানগরের স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা। মেলায় রাখা নৌকায় বিভিন্ন কৃষি পণ্য, বিভিন্ন বীজ দিয়ে তৈরি মানচিত্রসহ ফসল উৎপাদনের দৃশ্য সব বয়সী মানুষকে আকষ্ট করছে। এদিকে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এ মেলায় উপচে পড়া ভিড় হচ্ছে। স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা এ মেলায় উপস্থিত হয়ে নিজেদেরকে ভবিষ্যতে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানায়। মেলায় পেঁপে,লেবু,কলা সহ শতাধিক কৃষি পণ্য আনা হয়েছে। স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা দেখে শহীদ দুলাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মনিরা আক্তার বলেন, মেলা দেখে তার খুব ভাল লেগেছে। এন এ কলেজের শিক্ষার্থী আব্দুস সবুর বলেন,ভবিষ্যতে সে এ ধরণের কৃষি পণ্য উৎপাদনে নিজেকে সম্পৃক্ত করার কথা জানায়। ভবানীপুর গ্রাম থেকে মেলা দেখতে আসা আসমা খাতুন নামে এক গৃহবধু বলেন, মেলা থেকে বাড়িতে ফিরে বাড়ির আঙিনায় কৃষি পণ্য উৎপাদনে কাজ শুরু করবেন তিনি। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম জানান, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সোমবার থেকে উপজেলা পরিষদ চত্বরে শুরু হওয়া এ স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা চলবে বুধবার(২২ মার্চ) পর্যন্ত। মেলায় যেসব সফল কৃষক রয়েছেন তাদের উৎপাদিত বিভিন্ন ফসলের প্রদর্শনী রাখা হয়েছে। যাতে অন্য কৃষকরা উদ্বুদ্ধ হন এসব চাষাবাদে। উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম জানান, স্মার্র্ট কৃষি প্রযুক্তিতে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ মেলার আয়োজন করা হয়েছে। এবং মেলায় দর্শকদের আকৃষ্ট করতে সব ধরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে সোমবার পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার কৃষিবিদ মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন,পৌর মেয়র রেজাউল করিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুন। স্বাগত বক্তব্য দেন সুজানগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাফিউল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন এসএপিপিও আলমগীর হোসেন।