এম,এ,আলিম রিপন ঃ সুজানগরে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার ২০২২ ও ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুজ্জামান শাহীন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান জর্জ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জব্বার, উপজেলা নির্বাচন অফিসার আনিসুর রহমান, ইউ,আর,সি এর ইন্সট্রাক্টর সৈয়দ আবু আলী ফারমুদা, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মুশতাক আহমেদ, আজিজুর রহমান, শওকত আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, প্রধান শিক্ষক রকিবুল হক, শফিউল আজম, ফৈরদৌসি সুলতানা লীজা, আবুল কালাম আজাদ, আক্তার হোসেন, ইকবাল হোসেন, শফিউল আজম, অহিদুজ্জামান, সহকারী শিক্ষক দেলোয়ার হোসেন সহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।