এম এ আলিম রিপন
পাবনার সুজানগর উপজেলায় একটি হাঁসের খামার থেকে খামার মালিককে রশি দিয়ে হাত ও মুখ বেঁধে ৭ শতাধিক হাঁস ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটে শুক্রবার ভোররাত ৪টার দিকে উপজেলার গাজনার বিলের খয়রান এলাকায়। ঘটনার পরপরই খামার মালিক সেলিম প্রমানিক ৯৯৯-এ ফোন দিলে কাশিনাথপুর মোড় থেকে ডাকাতি হওয়া ৭ শতাধিক হাঁস উদ্ধার করা সহ এ ঘটনায় জড়িত ৪ ডাকাতকে গ্রেফতার ও পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো গ-১৯-৪৩৫০) জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার কড্ডা (কোনাগাঁতী) গ্রামের আবু সাইদের ছেলে লিমন ওরফে রিমন শেখ(২৬), কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় গ্রামের মৃত ইউসুব আলীর ছেলে আব্দুল বাছেত, সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ভাদাস গ্রামের সেরাত আলীর ছেলে ইব্রাহিম আলী ও একই এলাকার ইউসুব আলীর ছেলে সোনাউল্লাহ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুজানগর থানার ওসি আব্দুল হান্নান জানান, এ ঘটনায় খামার মালিক সেলিম প্রামানিক থানায় একটি মামলা দায়ের হয়েছে। এবং মামলার ভিত্তিতে শুক্রবার বিকেলে আসামীদের পাবনা কোর্টে প্রেরণ করা হয়েছে।