এম এ আলিম রিপন,সুজানগর ঃ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চিত্রা রানী ভৌমিক নামে পাবনার সুজানগরের এক নারী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) এর বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সে উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের কাদোয়া কমিউনিটি ক্লিনিকে সিএইচসিপি পদে কর্মরত রয়েছেন। সে স্থানীয় কাদোয়া গ্রামের আশীষ কুমার ভৌমিকের স্ত্রী। বৃহস্পতিবার বেলা ১১টায় কাদোয়া কমিউনিটি ক্লিনিকের সামনে সুজানগর-মানিকহাট সড়কের পাশে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধন চলাকালে চিত্রা রানী ভৌমিক একজন ফাঁকিবাজ,প্রতারক ও দুর্নীতিবাজ উল্লেখ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য দেন শ্রী প্রশান্ত কুমার,প্রভা সরকার, মঞ্জুরী সরকার, নুপুর সরকার, আব্দুল ফাত্তার,মনসুর আলী,কোরবান শেখ,এনা খাতুন ও রতœা বেগম প্রমুখ। বক্তারা বলেন,কাদোয়া-উপেন্দ্রনগর-কাকিয়ানসহ সাতবাড়িয়া ইউনিয়নের সুদ কারবারী হিসেবে পরিচিত চিত্রা রানী ভৌমিক একজন প্রতারক নারী, সে কখনো নিয়মিত কমিউনিটি ক্লিনিকে অফিস করেন না। সেবা গ্রহিতারা কমিউনিটি ক্লিনিকে সেবা নিতে গেলে তাদের সাথে খারাপ আচারণ করেন। এবং সেবা গ্রহিতারা ঔষধ নিতে গেলে টাকা দাবি করে থাকেন। সরকারি ঔষধ সেবা গ্রহিতাদের না দিয়ে তিনি সেই ঔষধ বাইরের দোকানে বিক্রি করে থাকেন। এছাড়া সরকারি চাকুরী দেবার কথা বলে স্থানীয় একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছে। সেই টাকা তার কাছে চাইতে গেলে ক্ষতিগ্রস্থ সেই সকল ব্যক্তিদের নামে মিথ্যা অপবাদ দিয়ে মামলা করার হুমকি প্রদান করেন চিত্রা রানী বলেও অভিযোগ করেন বক্তারা। তবে চিত্রা রানী ভৌমিক নিজেকে নির্দোষ দাবী করে তিনি ষড়যন্ত্রের শিকার বলে জানান। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার(সিএইচসিপি) চিত্রা রানী ভৌমিকের বিরুদ্ধে এলাকাবাসীর এ সকল অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সানজিদা মুজিব জানান লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।